Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভূতপূর্ব না হলে ‘ইন্ডিয়ানা জোন্স’ পঞ্চম পর্ব নির্মিত হবে না : হ্যারিসন ফোর্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

অভিনেতা হ্যারিসন ফোর্ড জানিয়েছেন, ‘ইন্ডিয়ানা জোন্স’-এর নির্মাতা দল নতুন কিছু উপহার দিতে না পারলে কাজেই হাত দেবে না। ৭৭ বছর বয়সী অভিনেতাটি পঞ্চম বারের মত প্রত্নতত্ত্ববিদ-অ্যাডভেঞ্চারার ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায় অভিনয় করবেন। তিনি জানিয়েছেন নতুন চলচ্চিত্রটির শিডিউল নিয়ে কিছু সমস্যা আছে এছাড়া চিত্রনাট্যও এখন চূড়ান্ত হবার অপেক্ষায় আছে। “সব গুছিয়েই আমরা কাজ শুরু করব। তারা যা দেখতে চায় আমি তাদের তা দেব না, বরং আমি তাই দেবে যা তারা অনুমান করতে পারবে না। “মারভেল চলচ্চিত্রগুলো ব্যতিক্রমী বিষয় তুলে ধরার নজির সৃষ্টি করেছে। তারা অসাধারণ কাজ করছে। আমরাও অভূতপূর্ব না হলে কাজে হাত দেব না। আমরা সেরা হতে চাই,” ফোর্ড বলেন। কথা ছিল স্টিভেন স্পিলবার্গ এই পর্বটি পরিচালনা করবেন কিন্তু শেষ পর্যন্ত তার স্থলাভিষিক্ত হচ্ছেন ‘লোগান’ এবং ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ পরিচালক জেমস ম্যানগোল্ড। ফোর্ড ইন্ডিয়ানা জোন্সের চরিত্রে ‘রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’ (১৯৮১), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম’ (১৯৮৪), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ (১৯৮৯) এবং ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল’ (২০০৮) চলচ্চিত্র চারটিতে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ