Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ম্যানিলায় শপিংমলে জিম্মি ৩০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি শপিংমলে ৩০ জনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ও টাইম ম্যাগাজিন জানায়, দেশটির রাজধানী ম্যানিলায় সান-জুয়ান এলাকায় ভি-মল নামে ওই শপিংমলে এই ঘটনা ঘটেছে। সান জোয়ানের মেয়র ফ্রানিস জামোরা গণমাধ্যমকে জানান, তারা ধারণা করছে ৩০ জনকে জিম্মি করা হয়েছে। তবে এই সংখ্যা তার বেশিও হতে পারে। তিনি আরও জানান, বন্দুকধারী এই শপিংমলের নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করতেন। স¤প্রতি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে বন্দুকধারীর গুলিতে একজন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। দেশটির পুলিশ ঐ শপিংমল ঘিরে রেখেছে। এদিকে দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী সোয়াট টিমের ১২ সদস্য সয়ংক্রিয় অস্ত্রসহ শপিংমলে প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সংবাদ সম্মেলনে জামোরা আরো বলেছেন, ঐ বন্দুকধারী সশস্ত্র। তার কাছে পিস্তল আছে এবং চিৎকার করে বলেছে তার কাছে গ্রেনেড আছে।
এন বিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ