Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১১ অগ্রহায়ণ ১৪২৭, ১০ রবিউস সানি ১৪৪২ হিজরী

শিশুদের সাথে মুন্সীগঞ্জ এসপির ঈদ উদযাপন

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। গতকাল রোববার দুপুরে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের বালাসুর এলাকায় অবস্থিত শিশু পরিবারের শিশু ও তাদের তত্ত¡াবধায়কদের জন্য প্রশাসনের খরচে দুপুরের খাবারের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো: শামসুজ্জামান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: স্বপন ইসলাম, আতিকুর রহমান অপু প্রমুখ। উন্নতমানের খাবার পেয়ে শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুদের সাথে মুন্সীগঞ্জ এসপির ঈদ উদযাপন
আরও পড়ুন