Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরায় বৃষ্টি ঈদ আনন্দ থেকে বঞ্চিত মানুষ

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা জেলার বিভিন্ন এলাকায় এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে মানুষ। ২৯ রোজা থেকে জেলার সর্বত্র প্রচÐ বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে সকল ঈদগাহ ময়দান কর্দমাক্ত হয়ে পড়ায় এবারের ঈদ আনন্দ সবার জন্য নিরানন্দে পরিণত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে বাড়িতে ঈদ করতে আসা মানুষগুলো বাইরে বের হতে না পেরে ঘরে বসেই সময় কাটাতে বাধ্য হয়। ফলে তাদের ঈদের আনন্দ নিরানন্দে পরিনত হয়। অনেকেই দূর-দূরান্ত থেকে বাড়িতে আসে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। কিন্তু তা থেকে বঞ্চিত হয়ে ঠায় বাড়িতে বসেই বেকার সময় কাটাতে হয়। বৃষ্টির কারণে জেলার অনেক স্থানে ঈদগাহে ঈদের জামাত করা সম্ভব হয়নি। ফলে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করতে হয়। অথচ ঈদগাহে ঈদের নামাজের জন্য গেট, প্যান্ডেলসহ বিভিন্ন ভাবে সাজানোর কাজ চলছিল। ঈদগাহ কর্দমাক্ত হয়ে পড়ায় শেষ পর্যন্ত তা পÐ হয়, ফলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয়। মাগুরা শহরের প্রতিবারের মতো নোমানী ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া পারনান্দুয়ালী মোল্লাপাড়া বায়তুন নুর জামে মসজিদ, ব্যাপারীপাড়া জামে মসজিদ, মাগুরা পুলিশ লাইন মাঠ, কলেজ জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ এ ঈদেও জামাত অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় বৃষ্টি ঈদ আনন্দ থেকে বঞ্চিত মানুষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ