Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আশুলিয়ায় পোশাক শ্রমিক স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ৪:০৩ পিএম

ঢাকার আশুলিয়ার শুটিং বাড়ি এলাকায় সাজেদা বেগম নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী মো: সুজন পলাতক রয়েছে।

শুক্রবার দুপুরে আশুলিয়া আলাউদ্দিনের মালিকানাধীন ভাড়া বাড়ির ২তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সাজেদা বেগমের (২২) গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। বর্তমানে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করত। তার স্বামীর নাম মো: সুজন। তবে পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানতে পারেনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আসাওয়াত জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহত সাজেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে যে কোন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ফ্ল্যাটের দরজা খোলা ছিল। ঘটনার পর থেকে তার স্বামীও পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
ময়না তদন্তের জন্য লাশটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ