Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারীর প্রতি নেতিবাচক বিশ্বের ৯০ ভাগ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

নারীর প্রতি নেতিবাচক মনোভাব শুধু পুরুষদেরই নয়। বরং নারী-পুরুষ নির্বিশেষে নারীর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে বিশ্বের ৯০ ভাগ মানুষ। অর্থাৎ, প্রতি ১০০ জনের মধ্যে ৯০ জনই নারীর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের ‘জেন্ডার সোশ্যাল নর্ম’ সূচকে উঠে এসেছে এমন তথ্য। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। সূচকে দেখা গেছে, চাকরির ক্ষেত্রে নারীদের চেয়ে নিজেদের অধিকার বেশি বলে মনে করেন বিশ্বের ৫০ শতাংশ পুরুষ। ৪০ ভাগ মানুষ মনে করেন, নারীর চেয়ে পুরুষরা ভালো ব্যবসায়িক নির্বাহী হতে পারেন। পুরুষ কর্তৃক তার নারী সঙ্গীকে আঘাত করা গ্রহণযোগ্য বলে মনে করেন জরিপে অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ মানুষ। প্রকৃতপক্ষে দুনিয়ার কোনও দেশেই লিঙ্গসমতা নেই; এমনটাই উঠে এসেছে জাতিসংঘের এই সূচকে। তবে লিঙ্গবৈষম্যের শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে। সেখানে নারীর প্রতি সহিংসতাকে গ্রহণযোগ্য বলে মনে করেন ৯৬ শতাংশ মানুষ। নারীর প্রজনন অধিকারের প্রতিও সমর্থন দিতে রাজি নন তারা। একই রকম মনোভাব পোষণ করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের ৯১ শতাংশ মানুষ। জিম্বাবুয়ে ও ফিলিপাইনের বিপরীত চিত্র দেখা গেছে ইউরোপের দেশ অ্যান্ডোরার ক্ষেত্রে। লিঙ্গসমতার ক্ষেত্রে দেশটির অবস্থান শীর্ষে। ফ্রান্স ও স্পেনের মাঝামাঝি স্থানে অবস্থিত এ দেশটির ৭২ শতাংশ মানুষ কোনও পক্ষপাতম‚লক মনোভাব দেখাননি। স‚চকে দেখা গেছে, রাজনীতিতেও বৈষম্যের শিকার নারীরা। পৃথিবীর ১৯৩টি দেশের মধ্যে মাত্র ১৯টিতে নারীরা সরকার বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ, নারী সরকার বা রাষ্ট্রপ্রধানের হার মাত্র ১০ শতাংশ। ১৯৩টি দেশের মধ্যে মাত্র ১৯টিতে নারীরা সরকার বা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। দুনিয়াজুড়ে জরিপে অংশ নেওয়া অর্ধেক মানুষই মনে করেন, নেতা হিসেবে পুরুষরাই যোগ্য। পুরুষ নেতৃত্বে আস্থা রয়েছে চীনের ৫৫ ভাগ মানুষের। আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এ হার ৩৯ শতাংশ। তবে কখনও নারী প্রেসিডেন্ট পায়নি দেশটি। গত হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হলেও নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হন সাবেক এই ফার্স্টলেডি। নিউজিল্যান্ডের ২৭ ভাগ মানুষ পুরুষ নেতৃত্বে আস্থাশীল। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন একজন নারী। চাকরির ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষদের অধিকার বেশি; এমন মনোভাব পোষণ করেন যুক্তরাজ্যের ২৫ ভাগ মানুষ। ভারতে এ হার ৬৯ শতাংশ। ভালো ব্যবসায়িক নির্বাহী হিসেবেও পুরুষদের প্রতিই আস্থাশীল তারা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ