Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কয়লাখনিতে সচিবসহ তিন সদস্যের পরিদর্শন টিম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

উত্তরাঞ্চলের একমাত্র কয়লাখনি বড়পুকুরিয়া ও মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্প পরিদর্শন করেছেন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ ৩ সদস্যের বিশেষ টিম। গতকাল শনিবার সকাল ১০টায় বড়পুকুরিয়া খনির ভূ-গর্ভের কার্যক্রম পরিদর্শন ও সকাল ১১টায় খনির অভ্যন্তরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন। খনিসূত্রে জানা যায়, ৩ দিনের সরকারি সফরে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল পঞ্চগড় থেকে গত শুক্রবার সন্ধায় বড়পুকুয়িরা কয়লা খনিতে এসে পৌঁছান। এরপর গতকাল শনিবার সচিব বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভ পরিদর্শন ও মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন টিমের অন্য দুই সদস্য হলেন, পেট্রোবাংলা লিমিটেডের প্লানিং ডিরেক্টর আইয়ুব খান চৌধুরী, অপারেশন এন্ড মাইনিং ডিরেক্টর মো. কামরুজ্জামান। এ সময় পরিদর্শন টিমের সাথে ছলেন, বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান খান, মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্পপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম কামরুজ্জামান, মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া স্ট্রাস্ট কনসোটিয়াম (জিটিসি)-এর উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, বিদেশী খনি বিশেষজ্ঞ আলেকজেন্ডার মাল্টসভসহ খনির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ