আগামী শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দেশব্যাপী বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি,দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, অস্বভাবিক লোডশেডিংএর প্রতিবাদে এবং গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তির দাবিতে আগামী
দোল উৎসবের কারণে ভারতে সরকারী ছুটি থাকায় সোমবার ভারতের পেট্রাপোল বন্দরের সাথে বেনাপোল বন্দরের সকল প্রকার আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় দু’দেশে মধ্যে পার্সপোট যাত্রীদের যাতায়াত সচল থাকবে। ভারতের প্রেটাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতে দোল উৎসবের কারণে সোমবার সরকারি ছুটি বিধায় ভারত -বাংলাদেশ দু’দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে দু’দেশের মধ্যে আমদানি -রফতানি বাণিজ্য শুরু হবে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো মামুন কবির তরফদার জানান, সোমবার দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পার্সপোট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।