Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচন শেষে কেউ রাখেননি প্রতিশ্রুতি

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকে
গোপালঞ্জের কোটালীপাড়ায় কম-বেশি উন্নয়ন হলেও অবহেলিত রয়ে গেছে রাধাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দেবগ্রাম এলাকাটি। ঐ এলাকায় একটি রাস্তার অভাবে দীর্ঘ ৪৫ বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেবগ্রাম, ছিকটিবাড়ী, পিত্তলপাড়া, জটিয়ারবাড়ী ও রাধাগঞ্জ গ্রামের হাজারো লোকের। তাদের কৃষি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহন করতে একমাত্র ভরসা নৌকা ও বাঁশের সাঁকো। কোন ধরনের যান চলাচল না করায় দীর্ঘ সময় নৌকায় পাড় হয়ে বাঁশের সাঁকো দিয়ে পায়ে হেঁটে স্কুল কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে বৃষ্টি কাদায় গর্ত হয়ে পড়ায় দুর্ঘটনার স্বীকার হতে হয় পথচারীদের। এ অঞ্চলের মানুষের ভোটে ব্যাপক ভূমিকা রাখে জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে। নির্বাচন এলেই নেতাদের পদচারনায় ভারি হয়ে উঠে ঐ সমস্ত অজগাও পাড়া এলাকা। প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেন তারা, ভোট চলে গেলে তাদের আর দেখা যায় না তাই হতভাগ্য মানুষগুলোর জীবন চিত্র কখনই বদলায় না। স্থানীয়রা জানান তাদের এই দীর্ঘদিনের সমস্যাটি সমাধান করতে কয়েকবার উপজেলা প্রশাসন ও জনপ্রতিধিদের কাছে আবেদন-নিবেদন করা হয়েছে তারা বলেছেন এই তো হয়ে যাবে কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। ফলে তাদের যাতায়াতের একমাত্র অবলম্বন নৌকা ও বাঁশের সাঁকোই শেষ ভরষা। তারা তাদের এই দীর্ঘ দিনের সমস্যা সমাধানের কর্তৃপক্ষের কাছে একটি রাস্তা ও ব্রিজ নির্মাণ করে সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখার আহ্বান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন শেষে কেউ রাখেননি প্রতিশ্রুতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ