Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অল্পের জন্য বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ৩:৪৩ পিএম

সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকের গাড়িবহরে একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে তার কোনো ক্ষতি হয়নি, তিনি অক্ষত রয়েছেন। সোমবার (৯ মার্চ) খার্তুমে এ ঘটনা ঘটেছে বলে সুদানের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া সুদানের প্রধানমন্ত্রীর স্ত্রীর বরাত দিয়ে বলেছে যে, তার স্বামী বেঁচে গেছেন এবং তাকে তিনি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে এখনো সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং এ হামলার দায় কেউ এখনো স্বীকার করেনি।
গত আগস্টে হামদুক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। গণতন্ত্রকামীদের বিক্ষোভের জেরে স্বৈরাচারী রাষ্ট্রপতি ওমর আল বশিরকে সরিয়ে তার স্থলে বেসামরিক নেতৃত্বাধীন সরকার গঠন করতে বাধ্য হয় দেশটির সামরিক বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুদান

২৬ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ