Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে ব্যাংক জালিয়াতচক্রের দুই সদস্য গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ৭:৫৯ পিএম

সোমবার বিকালে বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তারচালা শাখায় ব্যাংক জালিয়াতচক্রের দুই সদস্যকে ব্যাংক কর্মকর্তাগন আটক করে সখিপুর থানায় সোপর্দ করেছে। ওই শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জালিয়াতচক্র ভূয়া আইডি কার্ড ব্যবহার করে ওই শাখায় সোহাগ নামে একটি হিসাব খোলে। সোমবার দুপুরে চেকের মাধ্যমে ব্যাংকের অন্যান্য স্টাফদের সীল স্বাক্ষর জাল করে ক্যাশিয়ারের নিকট থেকে এসবিডি ৪৩৮৭২১৩ চেকের মাধ্যমে ৫৮৩৯ একাউন্ট থেকে ৪লাখ টাকা উত্তোলন করে চলে যায় এবং পরবর্তীতে এসবিডি ৪৩৮৭২১৪ চেকের মাধ্যমে ৫৮৫৯ একাউন্ট থেকে পূনরায় তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে এসে হাজির হয়। এসময় সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং চার লাখ টাকা উদ্ধার করে। অবস্থা বেগতিক দেখে জালিয়াত চক্রের একজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকী দুইজনকে আটক করে। আটককৃতরা হলো-মাদারীপুরের মৃত শামসুর ছেলে সোহাগ(৩৩) এবং সৈয়দ আলী ব্যাপারীর ছেলে রোকন ব্যাপারী(২৪) এবং পালিয়ে যাওয়া ব্যক্তি ভূইয়া শেখ এর ছেলে নাহিদ শেখ(২৭)। তবে এ জালিয়াতচক্রের সাথে ব্যাংক স্টাফসহ আর কারা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, জালিয়াতচক্র কিভাবে একাউন্ট খুলেছে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সখিপুর থানার এসআই সুকান্ত রায় বলেন,ব্যাংক জালিয়াতচক্রের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক জালিয়াতচক্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ