Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কেও শনাক্ত হলো করোনাভাইরাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৩:২৮ পিএম

ইউরোপের প্রবেশদ্বার তুরস্কে এবার প্রথমবারের মতো ইউরোপ ফেরত একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সকালে রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা বলেন, প্যাথলজি পরীক্ষায় এক রোগীর দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। ওই ব্যক্তিকে আইসোলেশনে রেখে সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিটি ইউরোপ থেকে ফিরে আসার পরে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পুরোপুরি আইসোলেশনে (বিচ্ছিন্ন) রয়েছেন। রোগীর সাধারণ অবস্থা ভালো। তবে তার পরিবারের সদস্যরা এবং যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এসময় তিনি দেশের নাগরিকদের বিদেশ সফর থেকে বিরত থাকারও আহ্বান জানান।

ইউরোপ ও পশ্চিম এশিয়ার দেশগুলোতে যেতে ইচ্ছুক পর্যটকরা তুরস্কে ভিড় জমিয়ে থাকেন। গত বছরও এখান থেকে ৫ কোটি মানুষ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ সফর করেছে। সূত্র: দ্য হিন্দু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ