Inqilab Logo

ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২০, ১২ কার্তিক ১৪২৭, ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

ছবি মুক্তির আগেই বিতর্কে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১০:০১ পিএম

ছবি মুক্তির আগেই বিতর্কের মুখে। একটি মন্তব্য করে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন সূর্যবংশি ছবির পরিচালক রোহিত শেট্টি। ‘তোমার দিকে কেউ দেখবে না’, এই মন্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত। তাও আবার ছবিরই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্পর্কে এই মন্তব্য করেন তিনি। যদিও নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছেন পরিচালক-অভিনেত্রী।

কিন্তু কেন ক্যাটরিনা সম্পর্কে এই মন্তব্য করলেন তিনি। সূর্যবংশী ছবিতে একটি দৃশ্য রয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণ হচ্ছে। আর তার সামনে দিয়ে হেঁটে আসছেন ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার, অজয় দেবগণ ও রণবীর সিং। এই দৃশ্য শ্যুটিং-এর সময়ে ক্যাটরিনা চোখের পাতা ফেলেন। আর তাই পরিচালক রোহিত শেট্টিকে এসে অনুরোধ করেন এই দৃশ্যটি আরও একবার শ্যুট করার জন্য।

এর উত্তরে রোহিত শেট্টি বলেন, ‘ওই দৃশ্যে তিনজন নায়ক রয়েছেন। তাই তোমার দিকে কেউ দেখবেন না।’ এই পুরো ঘটনার কথা এক সাক্ষাৎকারে নিজেই জানান রোহিত। আর তার পরেই তার দিকে লিঙ্গ বৈষম্যের অভিযোগ ওঠে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

কিন্তু সোমবার এই বিষয়ে খোলসা করেন খোদ ক্যাটরিনা কাইফ। তিনি বরং রোহিতের সমর্থনেই একটি পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে ক্যাটরিনা লেখেন, ‘প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা, আমি সাধারণত সংবাদমাধ্যমের কোনও প্রতিবেদন নিয়ে মন্তব্য করি না। কিন্তু এক্ষেত্রে আমি বলব, রোহিত স্যরের একটি মন্তব্য পুরোপুরি ভুল অর্থে গ্রহণ করা হয়েছে এবং ভুল বুঝেছে মানুষ।’

ক্যাটরিনা ওই দৃশ্যের শ্যুটিং নিয়ে ঘটনাটিও বিস্তারিত জানান, ‘রোহিত স্যর বলেননি যে ওই ফ্রেমে তিনজন পুরুষ আছেন। তাই তোমার দিকে কেউ দেখবেন না। আমি ওনাকে বলেছিলাম যে আমি চোখের পাতা ফেলেছি। তার উত্তরে রোহিত স্যর বলেছিলেন, এই ফ্রেমে একসঙ্গে চারজন রয়েছেন আর একটা বিস্ফোরণ হচ্ছে। কেউ তোমার চোখের পাতা ফেলা দেখবে না। কিন্তু তার পরেও আর একটি শট নেয়া হয়েছিল।’

অভিনেত্রী আরও বলছেন, ‘রোহিত স্যরের সঙ্গে আমার সমীকরণ খুব ভালো। ওর সাথে কোনও ছবি বা চরিত্র নিয়ে আলোচনা করতে সব সময়ে ভালো লাগে। তার চেয়েও বড় কথা তিনি সব সময়ে বন্ধু হিসেবে থেকেছেন। ওঁর কথার পুরো ভুল ব্যাখ্যা হয়েছে।’

যদিও রোহিত বলেছিলেন, ‘তিন জন ছেলে হেঁটে আসছেন এবং একটা বিস্ফোরণ হচ্ছে। কেউ তোমাকে দেখবে না। তাই আমি ওই শটটাই রেখেছি। প্রোমোতেও দেখা যাচ্ছে ও চোখের পাতা ফেলছে। কিন্তু কে দেখবে!’

এই মন্তব্যের জন্য টুইটারে হ্যাশট্যাগও শুরু হয়। তাই নেটিজেনরা ক্যাটরিনার যুক্তিতে আদৌ সন্তুষ্ট হবেন কি না তা সময়ই বলতে পারবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

২৭ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন