Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কেন্টাইল ব্যাংকের পর্যবেক্ষক প্রত্যাহার

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের সব ধরনের আর্থিক সূচকের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হওয়ায় পর্যবেক্ষক প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, মার্কেন্টাইল ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। গত রোববার বিকেলে বিষয়টি বাংলাদেশ ব্যাংক মার্কেন্টাইল ব্যাংককে জানায়। এর আগে ২০১৪ সালের ৫ নভেম্বর মার্কেন্টাইল ব্যাংকের আর্থিক সূচক ও সুশাসনের অবনতি হওয়ায় বৈদেশিক মূদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এস আহসান ২০১৫ সালের শেষের দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পর্যবেক্ষক প্রত্যাহারের আবেদন করেন। আবেদনে ব্যাংকের আর্থিক সূচকের উন্নতি ও সুশাসন নিশ্চিত হওয়া, বিদেশি অর্থায়নে বাধা, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে বিঘœ সৃষ্টি হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন বিষয়টি পর্যালোচনা করে আবেদনের প্রায় একবছর পর পর্যবেক্ষক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেন্টাইল ব্যাংকের পর্যবেক্ষক প্রত্যাহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ