Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলকাতায় সোয়াইন ফ্লু আতঙ্ক, আক্রান্ত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সোয়াইন ফ্লুর জন্য দায়ী ভাইরাস এইচওয়ানএনওয়ান সংক্রমিত ১২ জন কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে শনিবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, মাটিয়াবুরুজের দুটি পরিবারের ছ’জন ভর্তি হয়েছেন বেলভিউ হাসপাতালে। বুধবার একই পরিবারের দু’জন পুরুষ এবং এক নারী ভর্তি হন। পরদিন একই পরিবারের বাবা, মা ও সন্তান জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকের কাছে গেলে নমুনা পরীক্ষায় তাদের সোয়াইন ফ্লু ধরা পড়ে। বেলেঘাটা আইডি হাসপাতালে ওই রোগে আক্রান্ত দু’জনের চিকিৎসা চলছে। ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থে এক জন এবং মুকুন্দপুর আমরিতে ভর্তি আছেন তিনজন। আমরির তিন জনের মধ্যে এক জন নার্স। মনিপুরের ওই বাসিন্দা মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। সে-দিন হুগলির ১০ বছরের একটি শিশুও ভর্তি হয়। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ