Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭, ২৪ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

পোশাক শিল্প নিয়ে টাস্কফোর্সের চতুর্থ সভা আজ

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : তৈরী পোশাক শিল্পের স¤প্রসারণ ও সহজীকরণবিষয়ক টাস্কফোর্সের চতুর্থ সভা আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় এই সভায় অংশ নেবেন পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র প্রতিনিধিদল। সভায় শ্রম অধিকার, ট্রেড ইউনিয়নসহ তৈরী পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। বর্তমানে কোনো একটি পোশাক কারখানা স¤প্রসারণে ১৯টি দফতর থেকে অনুমতি নিতে হয়। এ অবস্থায় কোনো একটি নির্দিষ্ট দফতর থেকে সার্বিক সমন্বয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে ওয়ানস্টপ সার্ভিসের আওতায় আনার প্রস্তাব দিতে পারে পোশাক খাতের সংগঠন তিনটি। সভায় আলোচনার ইস্যু হতে পারে গার্মেন্টস পল্লীর বিষয়টিও। এর আগে মুন্সিগঞ্জে জমি অধিগ্রহণ বাবদ প্রায় ৭৭৮ কোটি টাকা মুন্সিগঞ্জ জেলা প্রশাসনকে নির্দিষ্ট সময়ে পরিশোধে ব্যর্থ হয় বিজিএমইএ। ফলে প্রক্রিয়াটি বাতিল হয়ে যায়। গেল সভায় আবার নতুন করে অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়। যার অগ্রগতি আলোচিত হতে পারে এই সভায়।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোশাক শিল্প নিয়ে টাস্কফোর্সের চতুর্থ সভা আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ