১০ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।
অবশেষে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার ১৬ মার্চ মেলা আয়োজকদের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। মেলা কমিটির আহবায়ক শফিউল আলম নাদেল জানান, করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে মেলার সকল কার্যক্রম বন্ধ থাকবে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠে মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়। ইতোমধ্যে দেশে-বিদেশে করোনাভাইরাস এর কারনে সকল জনসমাগম এবং জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় খুলনা ও বরিশালের পর সিলেট বাণিজ্য মেলা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে আয়োজন কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।