Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরিশালে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৭:৩২ পিএম

নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে মাস্ক বিক্রি রোধে মাঠ পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । বুধবার দুপুরে বরিশাল নগরীর চৌমাথা, বটতলা, গির্জা মহল্লা, ফলপট্টি ও চক বাজার এলাকায় বাজার তদারকিমূলক এই অভিযান চলাকালে নির্ধারিত মূল্য ৩০ টাকা অপেক্ষা অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় গির্জা মহল্লার গ্রীন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, আল আমিন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, চক বাজারস্থ আলাউদ্দিন ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ফলপট্টির নিউ আল ক্বারী হোটেলকে ৩ হাজার টাকা এবং বিদেশি কসমেটিকস ও অন্যান্য পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নবগ্রাম রোডের হাট সুপার শপকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রয় সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়।

পাশাপাশি উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ