Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গলফ ক্লাবে বিয়ে বন্ধ

মোবাইল কোর্টের হস্তক্ষেপ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:২৫ এএম

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এক মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসীর বিয়ে বন্ধ করে দিয়েছে মোবাইল কোর্ট। গতরাত ন’টায় এই ঘটনা ঘটে। জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী পাত্র গত কয়েকদিন আগে দেশে ফেরেন। গতরাতে গলফ ক্লাবে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে দেশে সকল জমায়েত বন্ধ থাকলেও বিয়েতে আমন্ত্রিত অতিথিরা আসছিলেন। যার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। গুলশান জোনের এসিল্যান্ড ইশতিয়াক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী পাত্রের এদিন (বুধবার) বিয়ে করার কথা ছিল। আমরা তাদের পরিস্থিতি বুঝিয়ে বলি। বর ও কনেপক্ষ আমাদের অনুরোধে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আপাতত বিয়ের কাজ বন্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবাইল কোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ