Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৯ জুন ২০২১, ০৫ আষাঢ় ১৪২৮, ০৭ যিলক্বদ ১৪৪২ হিজরী

নতুন তিন বিজ্ঞাপনে পূর্ণিমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

নতুন তিনটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিজ্ঞাপন তিনটি হচ্ছে, কঙ্কা রেফ্রিজারেটর, মিস্টার নুডলস ও এক্সপার্ট ডিশ ওয়াশ। এরমধ্যে মেসবাউর রহমান সুমনের পরিচালনায় কঙ্কা রেফ্রিজারেটরের বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে। নাফিস রেজা পরিচালিত মিস্টার নুডলস ও কলকাতার সৌনক মিত্রের পরিচালনায় এক্সপার্ট ডিশ ওয়াশের বিজ্ঞাপন দুটি খুব শিগগিরই প্রচারে আসবে বলে জানান পূর্ণিমা। পূর্ণিমা বলেন, দুটি সিনেমার শুটিং করছি। থেমে থেমে হচ্ছে কাজগুলো। তাই তিনটি বিজ্ঞাপনে অংশ নেয়ার সুযোগ হয়। বিজ্ঞাপনগুলোর আইডিয়া ভালো লেগেছে। এরমধ্যে কঙ্কা রেফ্রিজারেটরটা প্রচারে এসেছে। দারুণ প্রশংসা পাচ্ছি কাজটির জন্য। অনেকদিন পর বিজ্ঞাপন করে তৃপ্তি পেলাম। নতুন সিনেমার প্রসঙ্গে পূর্ণিমা বলেন, নতুন কোনো সিনেমা নেই আপাতত। গাঙচিল সিনেমার জন্য এই মাসে কিছু ডেট দেওয়া ছিল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে সেগুলোও বাতিল হয়েছে। সম্ভবত আগামী মাস থেকে আবার সেটার কাজ করবো। সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো লাগবে। সেইসঙ্গে জ্যাম সিনেমাটিও নির্মাণাধীন রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ