Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শৈলকূপায় ভূমি অফিসের দালালের কারাদণ্ড

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকূপায় উপজেলা ভূমি অফিসে আব্দুল মজিদ নামে এক দালালকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর দেড়টায় দিকে ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে শৈলকূপা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার সাংবাদিকদের জানান, দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত ভূমি অফিসে আসা লোকজনের কাছ থেকে কাজ করার নামে টাকা হাতিয়ে নিত। তিনি আরো জানান, শৈলকূপার মেনাহরপুর গ্রামের মৃত তাহাজ্জতের ছেলে আব্দুস সাত্তারের কাছ থেকে কাজ করার নামে টাকা গ্রহণের সময় বুধবার দুপুরে তিনি হাতে নাতে ধরা পড়েন। ভূমি অফিসকে দুর্নীতি ও দালালমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও এসি ল্যান্ড সুমি মজুমদার উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ