Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ১৩ কার্তিক ১৪২৭, ১১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী
শিরোনাম

অস্ট্রেলিয়া ও জাপানে অবনতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনা ঝড়ে পুরো বিশ্ব লন্ডভন্ড। এরই মধ্যে জাপানে প্রাণঘাতী করোনা আক্রান্তের সংখ্যা হাজারের বেশি ছাড়িয়েছে। সেই সাথে অস্ট্রেলিয়াতেও করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। আন্তজার্তিক গণমাধ্যম এনএইচকের দেওয়া তথ্য মতে, শনিবার জাপানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে। আর প্রাণঘাতী করোনায় এ পর্যন্ত মারা গেছে ৪৩ জন। তবে গেলো মাসে ইয়োকোহামার জাহাজের ৭১২ জন আক্রান্তের সংখ্যা যোগ করলে মোট দাঁড়ায় ১৭২৮ জন। করোনা ঝুঁকিতে এরই মধ্যে বেশি কিছু ব্যবস্থা নিয়েছে জাপান সরকার। এদিকে অস্ট্রেলিয়াতেও করোনায় আক্রান্তের সংখ্যা হাজার পার হয়েছে। নতুন করে ৮৩ জনের করোনায় আক্রান্তে খবর পাওয়া গেছে দেশটিতে। ভিক্টোরিয়ায় ৫১ জন, কুইন্সল্যান্ডে ৩৭ জন, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ১৭, পশ্চিমাঞ্চলে ২৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এনএইচকে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ