Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাওবাদীদের সমর্থন প্রত্যাহার নেপালে ফের সঙ্কটে ক্ষমতাসীন কে পি শর্মার জোট সরকার

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালের মাওবাদীরা সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় কে পি শর্মা অলি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার ক্ষমতায় আসার মাত্র নয় মাসের মাথায় বড় ধরনের সঙ্কটে পড়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত মে মাসে করা নয় দফা চুক্তি বাস্তবায়নে অলির দল আন্তরিক নয়, এই অভিযোগ তুলে কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওইস্ট সেন্টার) চেয়ারম্যান পুষ্পকমল দহল প্রচ- গত মঙ্গলবার কমিউনিস্ট পার্টি অব নেপাল (সমন্বিত মার্ক্সবাদী-লেনিনবাদী) নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের এই ঘোষণা দেন। মওবাদীরা সমর্থন তুলে নেওয়ায় পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের আর সংখ্যাগরিষ্ঠতা থাকছে না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করতে যাচ্ছেন, না ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করতে অন্য কোনো সাংবিধানিক পথ বের করার চেষ্টা করবেন- সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি বলে জানানো হয়েছে কাঠমান্ডু পোস্টের খবরে। নেপালের পার্লামেন্টে ৫৭৫টি আসনে জনপ্রতিনিধিরা আসেন সরাসরি ভোটে, সরকার চালাতে সংবিধান অনুযায়ী ২৯৯টি আসন প্রয়োজন হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (মার্ক্সবাদী-লেনিনবাদী) আসন ১৭৫টি। অন্যদিকে ৮০টি আসনে আছেন মাওবাদীরা।গত বছরের অক্টোবরে তারা অলির জোট সরকারে যোগ দেন। মাওবাদীরা বলছে, নেপালে শান্তি ফেরার আগে দীর্ঘ এক দশকের মাওবাদী লড়াইয়ের সময় যেসব মামলা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হবে বলে চুক্তি হয়েছিল সরকারের সঙ্গে। কিন্তু অলি সরকার সেই চুক্তি বাস্তবায়ন করছে না। লড়াইয়ের সময়ের ঘটনার জন্য সাধারণ ক্ষমা ঘোষণার শর্তও তারা পূরণ করেনি। ওই নয় দফা চুক্তি নিয়ে অলির সরকার ছাড়ার হুমকি দুই মাস আগেই দিয়েছিল মাওবাদীরা। তাদের নেতা প্রচ- সেই হুমকিকে চূড়ান্ত রূপ দিয়ে মঙ্গলবার বলেন, বর্তমান সরকার যেহেতু চুক্তি বাস্তবায়নে ব্যর্থ, সেহতু এই সরকারে তাদের থাকা আর সমীচীন নয়। এর বদলে নতুন সংবিধান বাস্তবায়নে মাওবাদী নেতা ‘একটি জাতীয় ঐক্যের সরকার’ গঠনের ওপর জোর দিচ্ছেন বলে নেপাল ও ভারতীয় গণমাধ্যমের খবর। বিবিসি, রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওবাদীদের সমর্থন প্রত্যাহার নেপালে ফের সঙ্কটে ক্ষমতাসীন কে পি শর্মার জোট সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ