আমরা জানি মুসাফির হলে কছর নামাজ পডি, কিন্তু মুছাফির অবস্থায় নামাজের ওয়াক্ত আসল কিন্তু পরিবহনে থাকার দরুন বা কাজের কারণে নামাজ পডতে পারলাম না। এরপর ওই কাযা নামাজ যদি আমি মুকিম অবস্থায় পড়ি, তাহলে কয় রাকাত পড়বো?
উত্তর : যদি মুসাফির অবস্থায় নামাজের সময় শেষ হওয়ার আগেই তিনি তার স্থানে পৌঁছে যান, শেষ ওয়াক্ত পাওয়া গেলে তিনি পুরো নামাজ পড়বেন। আর যদি