Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিজ ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ডাক বাংলো ব্রিজটির উপর দিয়ে হাজার হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ব্রিজ ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কোন নজর নেই। জানা গেছে, পীরগাছা উপজেলা ও রংপুর জেলা শহরের সাথে সুন্দরগঞ্জবাসীর যোগাযোগের সুবিধার্থে ১৯৮৪ সালে জেলা পরিষদের তত্বাবধানে উপজেলার প্রাণ কেন্দ্র পুলিশ স্টেশন থেকে ১০০ গজ পশ্চিমে সুন্দরগঞ্জ ডাক বাংলো ঘেঁষে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর থেকে কোন প্রকার সংস্কার না করায় ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। জনগুরুত্বপূর্ণের দিক বিবেচনা করে নতুন ব্রিজ নির্মাণ খুব জরুরি হয়ে পড়েছে। কন্নিপাড়া খালের উপর ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দীর্ঘদিন থেকেই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ব্রিজ ধসে কখন, কে, কীভাবে মারা যাবে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে সবার মনে। প্রতিদিন কয়েক হাজার হাজার লোক পারাপার হয় এই ব্রিজ দিয়ে। উপজেলার সর্ববৃহৎ হাটবাজার মীরগঞ্জ। এই ব্রিজটি মীরগঞ্জ হাট ও সুন্দরগঞ্জের যোগাযোগের সংযোগস্থল। মীরগঞ্জ হাটের ব্যবসায়ীরা মালামাল পরিবহনে ভারী যানবাহন ব্যবহার করতে পারছে না। যানবাহন পারাপারের সময় ব্রিজ থরথর করে কেঁপে উঠে। তাই তড়িৎ গতিতে ব্রিজটি নির্মাণ জরুরি। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর জানান, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় জানমাল রক্ষার্থে ভারী যানবাহন বন্ধের জন্য গাইড লাইন হিসেবে খুঁটি স্থাপন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ