রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ গেল পাঁচজনের
রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে গতকাল দুপুরে ওয়ারীর একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
রাজধানীর টোলারবাগ এলাকার এক বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মৃত্যবরণ করেন। তিনি মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেই রোগীকে চিকিৎসা দেয়া ডাক্তার রোববার রাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক জানান, শনিবার প্রথম তিনি শ্বাসকষ্টের কথা জানান। আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করেছে। রোববার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।