আ’লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর অবৈধভাবে দখল করা সরকারি জায়গা উদ্ধার
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধভাবে দখল
টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ দিগরবাইদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরেক ছিনতাইকারীকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আরেকজন পুলিশের হেফাজতে আছেন।
সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তবে তার বাড়ি গোপালপুর উপজেলায় ও শাহীন নাম বলে স্থানীয়রা জানিয়েছেন। আশংকাজনক অবস্থায় মমেক হাসপাতালে পাঠানো ছিনতাইকারী আব্দুল করিম ঘাটাইলের সন্ধানপুর গ্রামের সমেশ আলীর ছেলে।
পুলিশ হেফাজতে থাকা বাবলু মধুপুরের দিগরবাইদ এলাকার বাসিন্দা। ছিনতাইকারীদের হাতে আহত অটোরিকশাচালক ঘাটাইলের পাকুটিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।