Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ধর্ষক’কে ছোবল করোনার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন চলচ্চিত্র জগতের এক আলোচিত নাম। একাধিক নারীকে যৌন হেনস্থা ও ধর্ষণ করার অভিযোগে ২৩ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে তাকে। বর্তমানে কারাগারেই আছেন তিনি। আর কারা অভ্যন্তরেই নাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই প্রযোজক।

নিউইয়র্ক স্টেট কারেকশনাল অফিসারস ও পুলিশ বেনিভিল্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল পাওয়ারস গণমাধ্যমকে জানিয়েছেন গত রোববার ওয়েনস্টেইনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ৬৮ বছর বয়সী এই প্রযোজককে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

গত বছর সাবেক প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে নতুন করে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পোল্যান্ডের এক ১৬ বছরের মডেল কাজা সোকোলা অভিযোগ তুলেছিলেন। সাবেক মডেলের দাবি, ২০০২ সালে হার্ভে ওয়েনস্টেইন তাকে যৌন হেনস্থা করেছিলেন।
এরপর হার্ভের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও হার্ভের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে অভিনেত্রী জেসিকা মানকে ও ২০১৩ সালে প্রযোজনা সহকারি মিমি হ্যালেইকে যৌন নির্যাতন করেছেন তিনি। তাদের মামলার প্রেক্ষিতে হার্ভের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে গত ফেব্রুয়ারিতে আদালত তাকে ২৩ বছর কারাদন্ড দেন। সূত্র : এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ