Inqilab Logo

ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭, ১২ সফর ১৪৪২ হিজরী

ঠাকুরগাঁওয়ে কিস্তি তুলতে গিয়ে ৩ এনজিও কর্মী আটক!

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৪:১৪ পিএম

জেলা প্রশাসন এর নির্দেশনা উপেক্ষা করে কিস্তি তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ এনজিও কর্মী। পরে তাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট সোপর্দ করা হলে সেখানে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।বুধবার সকালে পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়ায় ঋণের কিস্তি উত্তোলন করছে এনজিও কর্মীরা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে স্থানীয়রা মোবাইলে এ খবর দিলে সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক কওে জেলা প্রশাসকের কার্যালয়ে সোপর্দ করেন।আটককৃতরা পরবর্তী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি আদায় করবে না মর্মে অঙ্গীকার করলে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম তাদের সতর্ক কওে ছেড়ে দেন।এর আগে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফেসবুকে ঘোষণা দেন, এলাকায় কেউ কিস্তি আদায় করতে গেলে প্রশাসনকে যেন খবর দেয়ার হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, করোনার কারণে এ দূর্যোগকালীন সময়ে মানুষ এমনিতেই মানবেতর জীবন যাপন করছে। তারপর আবার এনজিওগুলোর কিস্তির চাপে তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এরপরও যদি কোন এনজিও কিস্তি আদায়ের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় তিনি কম লাভে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করেন। 

Show all comments
  • Samim ২৫ মার্চ, ২০২০, ১১:২২ পিএম says : 0
    কাজ ঠিকই হয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২০ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন