Inqilab Logo

ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ০৬ আশ্বিন ১৪২৭, ০৩ সফর ১৪৪২ হিজরী

করোনা: নির্দেশ উপেক্ষা করে জমিয়ে পার্টি কঙ্গনার!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৬:৫৫ পিএম

করোনা প্রাদুর্ভাবে বলিউডের বেশিরভাগ অভিনেত্রীই যখন সরকারি নির্দেশিকা মেনে নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। ঠিক তখনই নিজের জন্মদিনে বন্ধুদের মধ্যে জমিয়ে পার্টি করতে দেখা গেল কঙ্গনা রানাওয়াতকে। বলিউডের 'কুইন'-এর এই কার্যকলাপে সমালোচনার ঝড় উঠেছে।

২৪ মার্চ, মঙ্গলবার ছিল কঙ্গনার ৩৩ বছরের জন্মদিন। আর এই পরিস্থিতিতেও জন্মদিনে কিছু কম সেলিব্রেট করলেন না কঙ্গনা। বোনের জন্মদিনের সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রঙ্গোলি চান্দেল। এই মুহূর্ত নিজের মানালির বাড়িতে রয়েছেন কঙ্গনা। সেখানেই হয়েছেন কঙ্গনার জন্মদিনের সেলিব্রেশন। কঙ্গনা নিজেই নিজের জন্মদিনের কেক বানিয়েছেন বলেও ইঙ্গিতে বুঝিয়েছেন রঙ্গোলি। যদিও নেটিজেনদের কেউ কেউ মনে করছেন এই কেক রঙ্গোলি নিজেই বানিয়েছেন।

এদিকে গোটা দেশ যখন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে, ঠিক তখনই কঙ্গনার এই সেলিব্রেশন ভালো চোখে দেখছেন না অনেকেই। নেটিজেনদের অনেকেই কঙ্গনাকে আক্রমণ করেছেন। প্রশ্ন তুলেছেন, দেশের এই পরিস্থিতির মধ্যে কঙ্গনা কীভাবে পার্টি করতে পারেন?

সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই কঙ্গনা দেশীয় পোশাক শাড়িতে সেজে উঠতে দেখা যাচ্ছে। জন্মদিনে মেয়েকে আদরে ভরিয়ে দিয়েছেন কঙ্গনার মা ও বাবা। আবার আরও একটি ছবিতে নিজের বাড়ির মন্দিরেই শিবপুজো করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এদিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, খুব শীঘ্রই জয়ললিতার বায়োপিক 'থালাইভি'তে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ সেপ্টেম্বর, ২০২০
১৭ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন