নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন- নোয়াব সভাপতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন বলে জানিয়েছেন, নোয়াব সভাপতি এ কে আজাদ। পদ্মা সেতুর
বুধবার সন্ধ্যা থেকে সেনাবাহিনী নোয়াখালীর বিভিন্ন স্থানে টহল শুরু করেছে। মূলত: এখন সড়ক মহাসড়ক জনশূণ্য। প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বের হচ্ছেনা।
ওষধ ও বাজারের কিছু দোকান খোলা রয়েছে। বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারে থেকে লোকজনকে সরিয়ে দেয় পুলিশ। বৃহত্তর নোয়াখালীর প্রধান ব্যবসা বাণিজ্য নগরী চৌমুহনী বাজার অনেকটা ফাকা রয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নোয়াখালী জেলা সদরের সাথে মেঘনা বেষ্ঠিত হাতিয়া উপজেলার যোগাযোগও বন্ধ রয়েছে। নৌযান চলাচল বন্ধ রয়েছে। দশ দিন অফিস আদালত ও কলকারখানা বন্ধের সূবাদে বুধবার গভীর রাত পর্য্যন্ত ঢাকা ও চট্রগ্রাম থেকে শত শত কর্মজীবি বিভিন্ন যানবাহন ভাড়া করে বাড়িতে চলে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।