Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা সন্দেহে চাঁদপুরে এক যুবককে হাসপাতালে ভর্তি

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ২:১৭ পিএম

চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে এক যুবককে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণের জন্য তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। কুষ্টিয়ার বাসিন্দা ওই যুবক চাঁদপুরে শ্রমিকের কাজ করতো। হঠাৎ সর্দি-কাশি ও জ্বরের উপসর্গ দেখা দেয়ায় সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসে ।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় কয়েকজন যুবক সুমন নামের ওই রোগীকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্টি সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার তার লক্ষন দেখে আইসোলেশন ইউনিটে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার জানায়, তার লক্ষন দেখে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

এছাড়া চাঁদপুরে নতুন একজনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩১ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় এখবর নিশ্চিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ