Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সীমান্তে সেনা মোতায়েনে যুক্তরাষ্ট্রকে কানাডার হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৫:১৩ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের একটি ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েনের ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছে কানাডা। বৃহস্পতিবার কানাডার উপ প্রধানমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন কানাডার সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়। এরপর ফ্রিল্যান্ড এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ফ্রিল্যান্ড বলেন, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন আশ্রয়প্রার্থীদের ধরার জন্য মার্কিন সরকার যদি সেনা মোতায়েন করে তাহলে ওয়াশিংটন-অটোয়া সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

কানাডার উপ প্রধানমন্ত্রী বলেন, এটি একটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় পদক্ষেপ। আমরা বিষয়টিকে আমাদের সম্পর্কের ক্ষতিকারক হিসেবে দেখছি।”
ফ্রিল্যান্ড বলেন, আমরা আমেরিকার এ প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছি এবং এ বিরোধিতার কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় ওয়াশিংটনকে জানিয়েছি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের একটি ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেয়া হয়েছে। তবে সীমান্ত গলিয়ে যেন কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্য মার্কিন সেনাবাহিনী সীমান্ত এলাকার ৩০ কিলোমিটারের মধ্যে মোতায়েনের জন্য এক হাজার সেনা একটি কন্টিনজেন্ট পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছিল।

তবে ওয়াশিংটন ওই পরিকল্পনা এখনো চূড়ান্ত করেনি। মার্কিন সরকার তার দক্ষিণাঞ্চলীয় মেক্সিকো সীমান্তেও একই ব্যবস্থা নিতে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ