Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিআইএ গুপ্তচর লেভিনসনের মৃত্যু বন্দী অবস্থায় হয়েছে : পরিবারের দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৮:২৯ পিএম

সিআইএ গুপ্তচর লেভিনসনের মৃত্যু বন্দী অবস্থায় হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। অন্যদিকে তেহরান বলছে, অনেক আগেই তিনি ইরান ছেড়েছেন। নিখোঁজ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই’র সাবেক গুপ্তচর রবার্ট লেভিনসনের সন্ধানদাতাকে ১০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।–এপি, প্রেসটিভি, পারসটুডে

২০০৭ সালে ইরানে একজন অবসরপ্রাপ্ত মার্কিন চাকুরিজীবীর পরিচয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি ২০১৩ সালে বিষয়টি প্রকাশ করে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, নির্ভরযোগ্য দলিলপ্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে, লেভিনসন বহু বছর আগে ইরান ত্যাগ করেছেন এবং তার ইরান ত্যাগের বিষয়টি তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও স্বীকার করে নিয়েছেন। তাকে খুঁজে না পাওয়ায় মুসাভি লেভিনসনের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইরানের পক্ষ থেকে এও দাবি করা হচ্ছে যে, লেভিনসন ইরান ত্যাগ করার পর কোথায় গেছেন তা জানার জন্য তেহরান গত কয়েক বছর ধরে ব্যাপক চেষ্টা চালিয়েছে। কিন্তু অনেক চেষ্টার পরও তার জীবিত থাকার কোনো প্রমাণ খুঁজে বের করতে পারেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ