Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী, নেটিজেনদের যে প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৮:৪০ পিএম

একটি ভাইরাসে বিপর্যস্ত গোটা পৃথিবী! অত্যাধুনিক সব টেকনোলজি, ক্ষমতাধর রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধান, সৈন্য, অস্ত্র, জোট, মহাজোট, পরাশক্তি সব যেন অসহায় এই ক্ষুদ্র অণুজীবটির কাছে। এবার ভাইরাসটিতে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদেরও এমন অসহায়ত্ব নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ধর্মপ্রাণ মানুষেরা। সামাজিক মাধ্যমে জানিয়েছেন নিজ নিজ মন্তব্য। এ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।


শুক্রবার টুইটারে এক ভিডিওবার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই এইখবর জানান। বরিস জনসন করোনাভাইরাসের পরীক্ষায় পজেটিভ হয়েছেন বলে ডাউনিং স্ট্রিটও জানিয়েছে। জনসনের হালকা লক্ষণ রয়েছে এবং ডাউনিং স্ট্রিটে সেলফ আইসেলোশেনে থাকবেন।

এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল লিখেছেন, ‘‘বৃটেনের ভবিষ্যত রাজার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনা আক্রান্ত হলেন। করোনার ভয়াবহ সংক্রামক ক্ষমতার পাশাপাশি এসব দেখা হচ্ছে তাদের কর্মস্পৃহার প্রমান হিসেবে। আমাদের দেশে সরকার বা বিরোধী দলের বড় কেউ আক্রান্ত হলে আমাদের অনেকে তা দেখবে গজব হিসেবে। আমার ধারনা এজন্য করোনা হলে তা তারা প্রকাশও করবেন না।’’

রানা আহমেদ লিখেছেন, ‘‘এই করোনা হচ্ছে আল্লাহ প্রদত্ত ভাইরাস, জালিম কওমের বিরুদ্ধে। এই পশ্চিমারা আর চীনারা মুসলিমদের বিরুদ্ধে এহন কোন অপকর্ম নেই যা তারা করেনি। আর ইরানের শিয়ারা সুন্নী মুসলিমদের সাথে জঘন্য আচরণ করেছে যা কাফেরদের চেয়ে নিকৃষ্ঠ। পৃথিবীর সব জালিমদের জন্য এই করোনা হচ্ছে একটা শাস্তি স্বরুপ। আরও অনেক কিছুই দেখবেন অল্প কিছু দিনের ভিতরে। ধ্বসে পড়বে সব জালিমেরা।’’

মুসা ফারহান লিখেছেন, ‘‘মাত্র তো শুরু। আজকে দেখলাম সবচাইতে বেশি আক্রান্ত আমেরিকায় আর এখন দেখলাম ব্রিটেনের প্রধানমন্ত্রী আক্রান্ত। এই দেশগুলা যে কত মানুষকে হত্যা করছে তার হিসাব নাই।’’

আরিফ হোসাইন জয় লিখেছেন, ‘‘বুঝলাম না এতটা সুরক্ষিত থাকার পরও কিভাবে উনি আক্রান্ত হলেন, কোথাও কিন্তু আছে, আল্লাহ রহম করো, তুমি কি চাও আমরা বান্দারা এখনো বুঝি না।’’

আব্দুল আলি লিখেছেন, ‘‘সব শক্তিধর দেশ-জাতী-ব্যাক্তি আজ ভেজা বিড়াল একটি অদৃশ্য ক্ষুদে অণুজীবের কাছে।আসলে সব কিছুর নিয়ন্ত্রণ তো সেই একজনই সুপার পাওয়ার, তার ইচ্ছেতেই সমাপ্তি হবে সব বিপর্যয়, আমরা সচেতন হয়ে চলবো আর ক্ষমা চাইবো তার কাছে! বাঁচি কিংবা চলে যাই, এটাই এ মূহুর্তে সর্বশেষ সত্যি!’’

শেখ মাহমুদুর রহমান লিখেছেন, ‘‘মানুষ কত অসহায় কল্পনা করতে পারেন? অদৃশ্য করোনা ভাইরাসের ভয়ে আজ পুরো পৃথিবী লকড ডাউন। অথচ এই মানুষের অহংকারের শেষ নেই!’’

রুহুল আমিন লিখেছেন, ‘‘এতে প্রমাণিত হয় যে যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন আল্লাহ তাআলা ইচ্ছে করলে যে কাউকে করোনাভাইরাস দিয়ে শাস্তি দিতে পারেন মারতেও পারেন।’’



 

Show all comments
  • sujon mahmud ২৭ মার্চ, ২০২০, ৯:২২ পিএম says : 0
    এরকম ক্ষতি থেকে বাচতে পৃথিবীর সব মানুষকে মুসলমান হওয়ার পরামর্শ দিচ্ছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ