লালমোহনে পিতাকে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যানের নির্যাতন, বিচার চেয়ে দুই মেয়ের সংবাদ সম্মেলন

ভোলার লালমোহনে পিতাকে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যানের নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দুই মেয়ে। শুক্রবার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ছেলে আতিকুর রহমান রাহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান।
তিনি বলেন, শুক্রবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সৎপুরে অভিযান চালিয়ে রাহেলকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে ছেলে রাহেল গাছ কাটতে গেলে বাবা করিম খান ও মা মিনারা বেগম বাধা দেন।
এ সময় তাদের সঙ্গে ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাহেল কুড়াল দিয়ে কুপিয়ে মা-বাবাকে জখম করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে রাহেল পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই বাবা করিম খান (৬০) মৃত্যুবরণ করেন। স্থানীয়রা মিনারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।