Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাংবাদিকের বাড়িতে চুরি

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা কাজী মুহাম্মদ ইউনুছের বাড়িতে চুরি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের করইতলা বাজার সংলগ্ন এলাকায় এ চুরি হয়। এ সময় চোরেরদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি দামি ক্যামেরাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন ঘটনাস্থল পরিদর্শন করেন। দৈনিক ইনকিলাবের কমলনগর উপজেলা সংবাদদাতা কাজী মুহাম্মদ ইউনুছ জানান, গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে তার মা ঘরের তালাবদ্ধ করে পাশ্ববর্তী বাড়িতে অসুস্থ্য বোনকে দেখতে যান। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পরই তার ছোট ভাই করইতলা বাজার থেকে বাড়িতে গিয়ে ঘরের দরজা খোঁলা এবং সব কিছু এলোমেলো দেখতে পেয়ে তাকে ফোনে জানান। তখন তিনি তিনি দ্রুত বাড়ি এসে দেখেন ঘরের আলমারী, ওয়ারড্রপ ভেঙে চোরেরা নগদ টাকা, সাত ভরি স্বর্ণ ও একটি দামি ক্যমেরাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। কমলনগর থানার এসআই মো. হান্নান জানান, খবর পেয়ে সন্ধেহজনক কয়েক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো ক্লু উদঘাটন করতে পারেননি। মালামাল উদ্ধার ও প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ