Inqilab Logo

ঢাকা, রোববার, ০৭ জুন ২০২০, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৪ শাওয়াল ১৪৪১ হিজরী

স্ত্রীকে নিয়ে হাসপাতালে অক্ষয়!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৪:২৩ পিএম

মাস্কে মুখ ঢাকা। স্ত্রী টুইঙ্কলকে নিয়ে হাসপাতালে ছুটলেন অক্ষয় কুমার। রোববার (২৯ মার্চ) ইনস্টাগ্রামে একটি ভিডিওতে এমটি দেখা গেল। হঠাৎ কি হয়েছে টুইঙ্কলের? কেনই বা হাসপাতালে যেতে হল?  

ভক্তদের হতাশ করেননি। নিজের ইনস্টাগ্রামে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, করোনা হয়নি তার। পা ভেঙে গিয়েছে। তা ড্রেসিং করাতেই এই হাসপাতাল যাত্রা। কিন্তু কী ভাবে পা ভাঙল, কবেই বা ভাঙল, সে বিষয়ে কিছু জানাননি টুইঙ্কল।

করোনার এমন সঙ্কটময় মুহূর্তে এ খবরে চিন্তিত ভক্তরা। শুধু ভক্তরাই নন, সোনালি বেন্দ্রে, নম্রতা শিরোদকর-সহ বলি পাড়ায় বন্ধুরাও উদ্বিগ্ন। পোস্টে কমেন্ট করে অনেকেই লিখেছেন, “জলদি সুস্থ হয়ে ওঠো।”

ইতোমধ্যে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার। একাই ২৫ কোটি রুপি সহায়তা করলেন তিনি। এই দুঃসময়ে অক্ষয়ের এই পদক্ষেপে খুশি ভক্তরা। খুশি স্ত্রী টুইঙ্কলও। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অক্ষয়


আরও
আরও পড়ুন