Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাড়লো নাটকের শুটিং বন্ধের সময়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৯:০৫ পিএম

করোনা প্রাদুর্ভাবে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি শোবিজে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট সংগঠনগুলো। ৩১ মার্চ থেকে পুরনায় ৪ এপ্রিল পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের নেতাদের যৌথ সিদ্ধান্তে বিষয়টি চূড়ান্ত হয়।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা-নির্মাতা সালাউদ্দিন লাভলু বলেন, সরকার ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। আমরা সে পথ অনুসরণ করছি। ৪ এপ্রিল পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এদিকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হলও বন্ধ রাখার ঘোষণা এসেছে। সারা দেশে নাট্য প্রদর্শনীসহ নাট্যদলগুলোর বিভিন্ন আয়োজন বন্ধের ঘোষণাও এসেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে।

--



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ