Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক এনজিও কর্মী চিকিৎসাধীন

হোমকোয়ারেন্টাইনে ২৬৪২ জন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ২:৫৬ পিএম

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক এনজিও কর্মী চিকিৎসাধীন রয়েছেন। আনুমানিক ৩৫ বছরের এই যুবক জেলার কালিগঞ্জ উপজেলার একটি বে-সরকারি এনজিও’র মাঠ কর্মী।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মানোষ কুমার জানান, সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই যুবক সোমবার বিকালে হাসপাতালে ভর্তি হন। অসুস্থ যুবককে হাসপাতালের আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো। তারপরও সন্দেহ মুক্ত হতে রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইসিডিআরে পঠানো হচ্ছে।

এদিকে, সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৬৪২ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ১০০ জন এসেছেন। হোমকোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ