বাংলাদেশকেই সবচেয়ে বেশি ভ্যাকসিন উপহার দেওয়া হয়েছে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশকেই সবচেয়ে বেশি পরিমাণ ভ্যাকসিন উপহার হিসেবে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার রাতে মোহাম্মদপুর চাঁদ উদ্যান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-মো. হাসান (১৭), মো. শাকিল হোসেন (১৬), মো. হাসান (১৫), মো. রিয়াজ (১৮) ও মো. সুমন (২৬)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
গতকাল র্যাব-২ এর কোস্পানি কমান্ডার ও পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী জানান, দীঘ দিন থেকে মোহাম্মদপুরের লাউতলা বস্তি ও পাশ্ববর্তী বোর্ডগার্ডের বরকত মিয়ার বস্তিতে কিছু সংখ্যক কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় মারামারিসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চাঁদ উদ্যানের লাউতলা বস্তির ৬ নম্বর রোডের হাক্কা গুড়ায় দুইপক্ষের ৩০ থেকে ৩৫ জন লোক দা, ধামা, চাপাতি, ছুরি ও লাঠি সোঠা নিয়ে অবস্থান করে এবং পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিক র্যাব-২ এর একটি টিম সেখানে গিয়ে অভিযান চালায়। এ সময় পঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
তিনি আরো জানান, তাদের কাছ থেকে একটি লোহার তৈরি ধারালো দা, লোহার তৈরি দুইটি ধারালো দামা, স্টিলের তৈরি একটি চাপাতি ও লোহার তৈরি একটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়াও এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।