Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে সেনা নামানোর দাবি ঋষি কাপুরের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৬:২৪ পিএম

বলিউড বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর মনে করেন করোনা সংক্রমণ রুখতে এবার দেশে জরুরি অবস্থা জারি করে সেনা নামানো উচিত।সম্প্রতি, এ বিষয়ে নিজের মতামত জানিয়ে টুইট করেছেন অভিনেতা।

ভারতজুড়ে ২১ দিনরে লকডাউন চলছো। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরও সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন। যা প্রায় দিনই বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসছে। আর এই পরিস্থিতিতেই ক্ষেপেছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। নিজের ক্ষোভ টুইটারে উগরে দিয়েছেন অভিনেতা।

তিনি লিখেছেন, 'আজ এটা হল, কাল না জানি আর কী কী হবে? এই জন্যই আমার মনে হয় সেনা নামানো উচিত। জরুরি অবস্থা জারি করা উচিত।'

তবে বেশ কয়েকদিন আগেও একটি টুইটে ঋষি কাপুর জরুরি আবস্থা জারির পক্ষে সওয়াল করেছিলেন। 'প্রিয় ভারতবাসী, আমার মনে হয় আমাদের দেশে জরুরি অবস্থা জারি করা উচিত। দেখুন গোটা দেশে কী কী সব হচ্ছে। যদি টেলিভিশন চ্যানেলের খবরে বিশ্বাস করতে হয়, তাহলে কিছু বলার নেই। কিছু লোকজন পুলিসকে ধরে পেটাচ্ছেন, কখনও আবার স্বাস্থ্যকর্মীদের। এখান আর কোনও রাস্তা নেই। এটাই আমাদের সকলের পক্ষে ভালো। চারিদিকে আতঙ্ক তৈরি হয়েছে।'

প্রসঙ্গত, কিছুদিন আগে আবার টুইটারে বৈধ মদের দোকান খোলা রাখার কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন ঋষি কাপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ