Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, ০৫ শাওয়াল ১৪৪১ হিজরী
শিরোনাম

লকডাউনেও অনুশীলনে মত্ত ফেদেরার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৮:১২ পিএম

করোনাভাইরাস আতঙ্কে লকডাউন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। যার জেরে ঘরবন্দি হয়ে থাকছেন অধিকাংশ মানুষ। সুইজারল্যান্ড টেনিস তারকা রজার ফেদেরারও নিজেকে ঘরবন্দি রেখেছেন। কিন্তু ঘরবন্দি থাকলেও টেনিস থেকে দূরে নেই তিনি। বাড়ির মধ্যেই চলছে তার অনুশীলন। সেই ভিডিও গতকাল (মঙ্গলবার) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন তিনি।

ভিডিও আপলোড করে ২০ বারের গ্রান্ডস্ল্যামজয়ী লিখেছেন, ‘নিশ্চিত হলাম, ট্রিক শট নেওয়া এখনও মনে আছে আমার।’ তার পর হ্যাশট্যাগ দিয়েছেন ‘টেনিস অ্যাট হোম’।

২২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তার বাড়ির চারিদিক বরফে ঢাকা। স্নো-ফলও চলছে। এর মধ্যেই দেওয়ালে বল মেরে প্র্যাকটিস করছেন তিনি। মূলত বিহাইন্ড দ্য ব্যাক শট মারতে দেখা যাচ্ছে তাকে। দু’পায়ের ফাঁক দিয়ে নেওয়া এই শট দেখে এক সময় চমকে গিয়েছিল গোটা বিশ্ব। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ