Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

গরিব-দুঃখীদের সহায়তা করুন

বিবৃতিতে কর্ণেল অলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

গরিব-দুঃখী-অভাবী মানুষকে সহায়তার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, করোনা ভাইরাস সংকট শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ সংকটে সমাজের উচ্চবিত্ত শ্রেণির মানুষ ও সামাজিক গঠনগুলো গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
এলডিপি সভাপতি অলি আহমদ বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে এ মুহুর্তে প্রতিটি জেলা- উপজেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য নিরাপত্তা পোশাক নিশ্চিত করা। ৬৪ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা পরীক্ষার ব্যবস্থা করা। অন্যদিকে দলমত-নির্বিশেষে যাদের সামর্থ্য আছে তারা এ সংকটে ক্ষুধাকাতর মানুষের পাশে দাঁড়াবেন। বাড়িয়ে দেবেন সহায়তার হাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরিব-দুঃখী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ