অপরাধী এবং প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে- পুলিশ সুপার মাগুরা

অপরাধী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সমাজের সকলকে সোচ্চার হতে হবে। বুধবার বিকালে মাগুরা সদর থানা প্রাঙ্গণে
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মানসিক ভারসম্যহীন, যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নলছিটি থানার উপপরিদর্শক আবু হানিফ জানান, সকালে সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তবে সে মানসিক ভারসম্যহীন বলেও ধারণা করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।