Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতের ১৭ রাজ্যে ১,০২৩ করোনা পজিটিভে তাবলীগ জামাত : মোদি সরকারের তথ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:৫৪ পিএম

দিল্লির নিজামউদ্দিনই করোনা সংক্রমণের হটস্পট হিসেবে তুলে ধরছে ভারতের কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের পরিসংখ্যানে  তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের ৩০ শতাংশ গিয়েছিলেন দিল্লির ওই ধর্মীয় সমাবেশে। -টাইমস অব ইন্ডিয়া, এইসময় ডট ইন্ডিয়া টাইমস

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়ালের কথা অনুযায়ী, এখনও পর্যন্ত ১৭ রাজ্য থেকে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, যাঁরা তাবলিগের ওই জমায়েতে হাজির ছিলেন। ওই সমাবেশের সঙ্গে কোনও ভাবে যোগ রয়েছে, এমন আরও ২২ হাজার জনকে সংক্রমণের আশঙ্কায় কোয়ারেনটা্রইনে রাখা হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, ভারতে করোনা পজিটিভ কেসের ৩০% দিল্লির ওই নির্দিষ্ট একটি জায়গা থেকেই সংক্রমিত হয়েছে।  

 দিল্লির নিজামউদ্দিনের সদর দফতরে পুলিশের নজর এড়িয়ে কয়েক সপ্তাহ ধরে ওই ধর্মীয় সমাবেশ চলছিল। গত শনিবার জমায়েতের এই ঘটনা যখন নজরে আসে, ততক্ষণে ওই জায়গা ছেড়ে অনেকেই তাঁদের রাজ্যে, নিজের নিজের বাড়িতে ফিরে গিয়েছেন।

ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত তাবলিগ জামাতের ওই সমাবেশ থেকে তামিলনাড়ুতে ৭৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সংক্রমণের নিরিখে গোটা দেশে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৪৮৫ জন এ পর্যন্ত আক্রান্ত। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

উত্তরপ্রদেশে গত কয়েক ঘণ্টার মধ্যে যে ৫৫টি কোভিড-১৯ কেস চিহ্নিত করা গিয়েছে, তাদের মধ্যে ৪৭ জনই গিয়েছিলেন দিল্লির জমায়েতে। জানান ইউপির স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব অবনীশ কুমার আওয়াস্থি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব অমিতমোহন প্রসাদও উপস্থিত ছিলেন প্রেস কনফারেন্সে।তাঁরা জানান, রাজ্য পুলিশ ১,৩০২ জামাত সদস্যকে চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ১০০০ জনকে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের তথ্যমতে, তাদের রাজ্য থেকে ১,০৮৫ জন ধর্মীয় সমাবেশে গিয়েছিলেন। এর মধ্যে ৯৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। করোনার পরীক্ষাও ইতিমধ্যে করা হয়েছে। কমপক্ষে ১০৮ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। এই ব্যক্তিদের সংস্পর্শে আসা আরও কয়েক জনের কোভিড-১৯ টেস্ট করে, ৩২ জন পজিটিভকে পাওয়া গিয়েছে। সবমিলিয়ে অন্ধ্রে মোট আক্রান্ত ১৬১ জনের মধ্যে ১৪০ জনেরই তাবলিগ যোগ রয়েছে।

আসামে চিহ্নিত ২৫ করোনা রোগীর মধ্যে ২৪ জনই জামাত সদস্য। উড়িষ্যা থেকে ২৮ জন গিয়েছিল ওই ধর্মীয় সমাবেশে। তার মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।উত্তরাখণ্ড পুলিশ সূত্রে খবর, ৭০৮ জামাত সদস্যকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কোয়ারেনটা্ইনে রয়েছে ৬৭৩ জন। ২৬ জনকে দিল্লিতে কোয়ারেনটা্রইনে রাখা হয়েছে।এদিকে, কেরালায় ১১ জামাত সদস্যের টেস্ট করে, ৩ জনের পজিটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে।

ভারতের১৭রাজ্যে,০২৩করোনাপজিটিভেতাবলীগজামাত : মোদিসরকারেরতথ্য

 

ইনকিলাবডেস্ক : দিল্লিরনিজামউদ্দিনইকরোনাসংক্রমণেরহটস্পটহিসেবেতুলেধরছেভারতেরকেন্দ্রীয়সরকারকেন্দ্রেরপরিসংখ্যানে  তেমনইইঙ্গিতপাওয়াগেছেভারতেএখনপর্যন্তমোটআক্রান্তের৩০শতাংশগিয়েছিলেনদিল্লিরওইধর্মীয়সমাবেশে-টাইমসঅবইন্ডিয়া, এইসময়ডটইন্ডিয়াটাইমস

দেশটিরস্বাস্থ্যমন্ত্রণালয়েরযুগ্মসচিবলবআগরওয়ালেরকথাঅনুযায়ী, এখনওপর্যন্ত১৭রাজ্যথেকেকরোনাআক্রান্তেরসন্ধানমিলেছে, যাঁরাতাবলিগেরওইজমায়েতেহাজিরছিলেনওইসমাবেশেরসঙ্গেকোনওভাবেযোগরয়েছে, এমনআরও২২হাজারজনকেসংক্রমণেরআশঙ্কায়কোয়ারেনটা্রইনেরাখাহয়েছেতাঁরদাবিঅনুযায়ী, ভারতেকরোনাপজিটিভকেসের৩০% দিল্লিরওইনির্দিষ্টএকটিজায়গাথেকেইসংক্রমিতহয়েছে 

 দিল্লিরনিজামউদ্দিনেরসদরদফতরেপুলিশেরনজরএড়িয়েকয়েকসপ্তাহধরেওইধর্মীয়সমাবেশচলছিলগতশনিবারজমায়েতেরএইঘটনাযখননজরেআসে, ততক্ষণেওইজায়গাছেড়েঅনেকেইতাঁদেররাজ্যে, নিজেরনিজেরবাড়িতেফিরেগিয়েছেন

ভারতেরসরকারিপরিসংখ্যানঅনুযায়ী, এখনওপর্যন্ততাবলিগজামাতেরওইসমাবেশথেকেতামিলনাড়ুতে৭৪জনেরকরোনাপজিটিভধরাপড়েছেসংক্রমণেরনিরিখেগোটাদেশেদ্বিতীয়স্থানেরয়েছেতামিলনাড়ু৪৮৫জনপর্যন্তআক্রান্তশীর্ষেরয়েছেমহারাষ্ট্র

উত্তরপ্রদেশেগতকয়েকঘণ্টারমধ্যেযে৫৫টিকোভিড-১৯কেসচিহ্নিতকরাগিয়েছে, তাদেরমধ্যে৪৭জনইগিয়েছিলেনদিল্লিরজমায়েতেজানানইউপিরস্বরাষ্ট্রদফতরেরঅতিরিক্তসচিবঅবনীশকুমারআওয়াস্থিস্বাস্থ্যপরিবারকল্যাণদফতরেরপ্রধানসচিবঅমিতমোহনপ্রসাদওউপস্থিতছিলেনপ্রেসকনফারেন্সেতাঁরাজানান, রাজ্যপুলিশ,৩০২জামাতসদস্যকেচিহ্নিতকরতেপেরেছেএরমধ্যেকোয়ারানটিনেপাঠানোহয়েছে১০০০জনকে

অন্ধ্রপ্রদেশপুলিশেরতথ্যমতে, তাদেররাজ্যথেকে,০৮৫জনধর্মীয়সমাবেশেগিয়েছিলেনএরমধ্যে৯৪৬জনকেশনাক্তকরাহয়েছেকরোনাপরীক্ষাওইতিমধ্যেকরাহয়েছেকমপক্ষে১০৮জনেররেজাল্টপজিটিভএসেছেএইব্যক্তিদেরসংস্পর্শেআসাআরওকয়েকজনেরকোভিড-১৯টেস্টকরে, ৩২জনপজিটিভকেপাওয়াগিয়েছেসবমিলিয়েঅন্ধ্রেমোটআক্রান্ত১৬১জনেরমধ্যে১৪০জনেরইতাবলিগযোগরয়েছে

আসামেচিহ্নিত২৫করোনারোগীরমধ্যে২৪জনইজামাতসদস্যউড়িষ্যাথেকে২৮জনগিয়েছিলওইধর্মীয়সমাবেশেতারমধ্যেজনেররিপোর্টপজিটিভএসেছেউত্তরাখণ্ডপুলিশসূত্রেখবর

দিল্লির নিজামউদ্দিনই করোনা সংক্রমণের হটস্পট হিসেবে তুলে ধরছে ভারতের কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের পরিসংখ্যানে  তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের ৩০ শতাংশ গিয়েছিলেন দিল্লির ওই ধর্মীয় সমাবেশে। -টাইমস অব ইন্ডিয়া, এইসময় ডট ইন্ডিয়া টাইমস

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়ালের কথা অনুযায়ী, এখনও পর্যন্ত ১৭ রাজ্য থেকে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, যাঁরা তাবলিগের ওই জমায়েতে হাজির ছিলেন। ওই সমাবেশের সঙ্গে কোনও ভাবে যোগ রয়েছে, এমন আরও ২২ হাজার জনকে সংক্রমণের আশঙ্কায় কোয়ারেনটা্রইনে রাখা হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, ভারতে করোনা পজিটিভ কেসের ৩০% দিল্লির ওই নির্দিষ্ট একটি জায়গা থেকেই সংক্রমিত হয়েছে।  

 দিল্লির নিজামউদ্দিনের সদর দফতরে পুলিশের নজর এড়িয়ে কয়েক সপ্তাহ ধরে ওই ধর্মীয় সমাবেশ চলছিল। গত শনিবার জমায়েতের এই ঘটনা যখন নজরে আসে, ততক্ষণে ওই জায়গা ছেড়ে অনেকেই তাঁদের রাজ্যে, নিজের নিজের বাড়িতে ফিরে গিয়েছেন।

ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত তাবলিগ জামাতের ওই সমাবেশ থেকে তামিলনাড়ুতে ৭৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সংক্রমণের নিরিখে গোটা দেশে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৪৮৫ জন এ পর্যন্ত আক্রান্ত। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

উত্তরপ্রদেশে গত কয়েক ঘণ্টার মধ্যে যে ৫৫টি কোভিড-১৯ কেস চিহ্নিত করা গিয়েছে, তাদের মধ্যে ৪৭ জনই গিয়েছিলেন দিল্লির জমায়েতে। জানান ইউপির স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব অবনীশ কুমার আওয়াস্থি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব অমিতমোহন প্রসাদও উপস্থিত ছিলেন প্রেস কনফারেন্সে।তাঁরা জানান, রাজ্য পুলিশ ১,৩০২ জামাত সদস্যকে চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ১০০০ জনকে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের তথ্যমতে, তাদের রাজ্য থেকে ১,০৮৫ জন ধর্মীয় সমাবেশে গিয়েছিলেন। এর মধ্যে ৯৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। করোনার পরীক্ষাও ইতিমধ্যে করা হয়েছে। কমপক্ষে ১০৮ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। এই ব্যক্তিদের সংস্পর্শে আসা আরও কয়েক জনের কোভিড-১৯ টেস্ট করে, ৩২ জন পজিটিভকে পাওয়া গিয়েছে। সবমিলিয়ে অন্ধ্রে মোট আক্রান্ত ১৬১ জনের মধ্যে ১৪০ জনেরই তাবলিগ যোগ রয়েছে।

আসামে চিহ্নিত ২৫ করোনা রোগীর মধ্যে ২৪ জনই জামাত সদস্য। উড়িষ্যা থেকে ২৮ জন গিয়েছিল ওই ধর্মীয় সমাবেশে। তার মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।উত্তরাখণ্ড পুলিশ সূত্রে খবর, ৭০৮ জামাত সদস্যকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কোয়ারেনটা্ইনে রয়েছে ৬৭৩ জন। ২৬ জনকে দিল্লিতে কোয়ারেনটা্রইনে রাখা হয়েছে।এদিকে, কেরালায় ১১ জামাত সদস্যের টেস্ট করে, ৩ জনের পজিটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে।

ভারতের১৭রাজ্যে,০২৩করোনাপজিটিভেতাবলীগজামাত : মোদিসরকারেরতথ্য

 

ইনকিলাবডেস্ক : দিল্লিরনিজামউদ্দিনইকরোনাসংক্রমণেরহটস্পটহিসেবেতুলেধরছেভারতেরকেন্দ্রীয়সরকারকেন্দ্রেরপরিসংখ্যানে  তেমনইইঙ্গিতপাওয়াগেছেভারতেএখনপর্যন্তমোটআক্রান্তের৩০শতাংশগিয়েছিলেনদিল্লিরওইধর্মীয়সমাবেশে-টাইমসঅবইন্ডিয়া, এইসময়ডটইন্ডিয়াটাইমস

দেশটিরস্বাস্থ্যমন্ত্রণালয়েরযুগ্মসচিবলবআগরওয়ালেরকথাঅনুযায়ী, এখনওপর্যন্ত১৭রাজ্যথেকেকরোনাআক্রান্তেরসন্ধানমিলেছে, যাঁরাতাবলিগেরওইজমায়েতেহাজিরছিলেনওইসমাবেশেরসঙ্গেকোনওভাবেযোগরয়েছে, এমনআরও২২হাজারজনকেসংক্রমণেরআশঙ্কায়কোয়ারেনটা্রইনেরাখাহয়েছেতাঁরদাবিঅনুযায়ী, ভারতেকরোনাপজিটিভকেসের৩০% দিল্লিরওইনির্দিষ্টএকটিজায়গাথেকেইসংক্রমিতহয়েছে 

 দিল্লিরনিজামউদ্দিনেরসদরদফতরেপুলিশেরনজরএড়িয়েকয়েকসপ্তাহধরেওইধর্মীয়সমাবেশচলছিলগতশনিবারজমায়েতেরএইঘটনাযখননজরেআসে, ততক্ষণেওইজায়গাছেড়েঅনেকেইতাঁদেররাজ্যে, নিজেরনিজেরবাড়িতেফিরেগিয়েছেন

ভারতেরসরকারিপরিসংখ্যানঅনুযায়ী, এখনওপর্যন্ততাবলিগজামাতেরওইসমাবেশথেকেতামিলনাড়ুতে৭৪জনেরকরোনাপজিটিভধরাপড়েছেসংক্রমণেরনিরিখেগোটাদেশেদ্বিতীয়স্থানেরয়েছেতামিলনাড়ু৪৮৫জনপর্যন্তআক্রান্তশীর্ষেরয়েছেমহারাষ্ট্র

উত্তরপ্রদেশেগতকয়েকঘণ্টারমধ্যেযে৫৫টিকোভিড-১৯কেসচিহ্নিতকরাগিয়েছে, তাদেরমধ্যে৪৭জনইগিয়েছিলেনদিল্লিরজমায়েতেজানানইউপিরস্বরাষ্ট্রদফতরেরঅতিরিক্তসচিবঅবনীশকুমারআওয়াস্থিস্বাস্থ্যপরিবারকল্যাণদফতরেরপ্রধানসচিবঅমিতমোহনপ্রসাদওউপস্থিতছিলেনপ্রেসকনফারেন্সেতাঁরাজানান, রাজ্যপুলিশ,৩০২জামাতসদস্যকেচিহ্নিতকরতেপেরেছেএরমধ্যেকোয়ারানটিনেপাঠানোহয়েছে১০০০জনকে

অন্ধ্রপ্রদেশপুলিশেরতথ্যমতে, তাদেররাজ্যথেকে,০৮৫জনধর্মীয়সমাবেশেগিয়েছিলেনএরমধ্যে৯৪৬জনকেশনাক্তকরাহয়েছেকরোনাপরীক্ষাওইতিমধ্যেকরাহয়েছেকমপক্ষে১০৮জনেররেজাল্টপজিটিভএসেছেএইব্যক্তিদেরসংস্পর্শেআসাআরওকয়েকজনেরকোভিড-১৯টেস্টকরে, ৩২জনপজিটিভকেপাওয়াগিয়েছেসবমিলিয়েঅন্ধ্রেমোটআক্রান্ত১৬১জনেরমধ্যে১৪০জনেরইতাবলিগযোগরয়েছে

আসামেচিহ্নিত২৫করোনারোগীরমধ্যে২৪জনইজামাতসদস্যউড়িষ্যাথেকে২৮জনগিয়েছিলওইধর্মীয়সমাবেশেতারমধ্যেজনেররিপোর্টপজিটিভএসেছেউত্তরাখণ্ডপুলিশসূত্রেখবর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ