Inqilab Logo

বুধবার, ২০ অক্টোবর ২০২১, ০৪ কার্তিক ১৪২৮, ১২ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

ভারতের জেএন্ডকে পুনর্গঠন আইন অবৈধ : ওআইসি

ডন অনলাইন : | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

ভারত সরকারের নতুন আধিপত্য আইন ‘জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আদেশ, ২০২০’-এর নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মানবাধিকার বিভাগ। শনিবার ওআইসি’র মানবাধিকার বিভাগ (আইপিএইচআরসি) এক টুইট বার্তায় ভারতের এই আইনের সমালোচনা করে এটিকে ‘অবৈধ’ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ভারত সরকার গত সপ্তাহে এই নতুন ‘আবাসন’ আইন ঘোষণা করেছে, যার অধীনে কোনও ভারতীয় নাগরিক ১৫ বছর ধরে অধিকৃত জম্মু ও কাশ্মীরে বসবাস করলে নিজেকে সেখানকার অধিবাসী বলে দাবি করতে পারবেন। গত বুধবার ভারত সরকার এই আইনের গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এই আইনে একজন আবাসিক ব্যক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে এই ভাবে যে, যিনি অধিকৃত জম্মু ও কাশ্মীরে ১৫ বছর ধরে অবস্থান করেছেন বা সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে সাত বছর ধরে পড়াশোনা করেছেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আইপিএইচআরসি টুইটে বলেছে, তারা ভারতের নতুন এই আইন প্রবর্তনের নিন্দা জানাচ্ছে। এর মাধ্যমে অধিকৃত কাশ্মীরের ‘জনতাত্তি¡ক ও ভৌগলিক’ অবস্থান পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। তারা এই একে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল এবং ওআইসির প্রস্তাবনার লঙ্ঘন বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক এই সংস্থাটি ভারতের প্রতি ‘উদ্দেশ্যমূলক’ আইনটি বাতিল করতে ও অধিকৃত জম্বু ও কাশ্মীর অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে আহŸান জানিয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ