Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭, ১১ শাওয়াল ১৪৪১ হিজরী

সিলেটে করোনার প্রথম আক্রমনে পড়লেন এক চিকিৎসক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৮:৪০ পিএম

সিলেটে প্রথম করোনাভাইরাস সনাক্ত হয়েছে এক চিকিৎসকের দেহে। রবিবার আইইডিসিআর থেকে যে ১৮ জন রোগী সনাক্তের কথা বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই চিকিৎসক। এর মধ্যে দিয়ে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিলেটের সর্বত্র। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান বলেন, আইইডিসিআর গত ২৪ ঘন্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী সনাক্তের কথা বলেছে তার মধ্যে রয়েছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। তার শরীরে করোনাভাইরাস সনাক্তের পর লকডাউন করে রাখা হয়েছে তার বাসা। আক্রান্ত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। তার বাসা নগরীর হাউজিং এস্টেটে। নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে রোগী দেখতেন তিনি। এতোদিন করোনাভাইরাসের কোন রোগী সনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন সিলেটে অঞ্চলের মানুষ। কিন্তু সেই স্বস্থি এখন উবে গেছে প্রথমবারের মতো করোনা সনাক্তের ঘটনায়।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন