Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭, ১১ শাওয়াল ১৪৪১ হিজরী

কর্মীদের ধন্যবাদ জানালেন জনতা ব্যাংকের এমডি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

গ্রাহকদের সুবিধা বিবেচনা করে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল এডি, গ্রেড-১ এবং ক্লিয়ারিং হাউসের আওতাভূক্ত শাখা সমূহের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে জনতা ব্যাংক লিমিটেড। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি সত্তে¡ও নিরলসভাবে গ্রাহক সেবা অব্যাহত রাখায় ব্যাংক কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন জনতা ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ।
তিনি বলেন, জনতা ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে ব্যাবসায়িক লেনদেনসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বেতন, সরকারী, বেসরকারী ও এনজিও কর্মীর বেতন, পেনশন, মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য ভাতা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যাংকিং সেবা গ্রহনের জন্য তিনি গ্রাহকদের অনুরোধ জানিয়েছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনতা-ব্যাংকের-এমডি
আরও পড়ুন