কেশবপুরের শীর্ষ সন্ত্রাসী জামাল গ্রেফতার
কেশবপুরের ত্রাস, সন্ত্রাসী জামাল বাহিনীর প্রধান জামাল শেখ (৩০) কে পুলিশ গ্রেফতার করেছে।রবিবার দুপুরে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন শহরের সোনা পটি থেকে দুই
বাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তায় এক যুবকের গান গেয়ে হেটে চলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাতে পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের শাহীন নামে এক যুবক বড়ইছড়া গ্রামের রাস্তা দিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিলেন। এ সময় পরমানন্দপুর গ্রামের বাসিন্দা শহর আলী তাকে গান গাইতে নিষেধ করলে বাগবিতণ্ডায় জড়ান শাহীন। পরবর্তীতে শাহীন তার গ্রামে গিয়ে ঘটনাটি জানালে গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বড়ইছড়া গ্রামে আক্রামণ করে। এ সময় বড়ইছড়া গ্রামের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ৫০ জন আহত হন। সংঘর্ষ চলাচকালে বড়ইছড়া গ্রামের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।